স্পোর্টস ডেস্ক : ১৫ জুলাই ২০২৩, শনিবার, ২২:৫৩:২২
বাংলাদেশ ও নেপালের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। বাংলাদেশ জিততে জিততে ম্যাচটি ড্র করেছে। ম্যাচটি জেতা থাকলে রোববার দ্বিতীয় ম্যাচ ড্র করলেই সিরিজ হতো স্বাগতিক মেয়েদের। এখন সিরিজ নিশ্চিত করতে রোববার জিততেই হবে সাবিনাদের।
যদি জিততে না পারে? দ্বিতীয় ম্যাচও যদি ড্র হয়? তাহলে কি সমতায় শেষ হবে ফিফা ফ্রেন্ডলি সিরিজ? না। দ্বিতীয় ম্যাচে কোনো ফলাফল না হলে টাইব্রেকারের মাধ্যমে সিরিজ বিজয়ী নির্ধারণ করবে বাফুফে। -জাগোনিউজ২৪.কম
এটা হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। বাংলাদেশ ও নেপাল দুই দল সিরিজ শুরুর আগেই এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এই সিরিজের ম্যাচ কমিশনার বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও সাফ সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল।
শনিবার তিনি জানিয়েছেন, ‘সিরিজ শুরুর আগে ম্যানেজার্স মিটিংয়ে দুই দল সিদ্ধান্ত নিয়েছে সিরিজ নির্ধারণের জন্য টাইব্রেকারের ব্যবস্থা করতে। যে কারণে, রোববার দ্বিতীয় ম্যাচ ড্র হলেই সরাসরি টাইব্রেকারের মাধ্যমে সিরিজ বিজয়ী দল নির্ধারণ করা হবে।’
দীর্ঘ ১০ মাস সাবিনা-কৃষ্ণারা আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। অনেক দিন না খেলার জড়তা থাকলেও প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে প্রাধান্য দেখিয়েছে।
আজ শনিবার বিকেলে অনুশীলনের পর বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘আমরা আশা করছি, প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচ আরো ভালো খেলবো। ম্যাচ ড্র হলে টাইব্রেকার হবে। তবে আমরা টাইব্রেকার পর্যন্ত যেতে চাই না, ৯০ মিনিটেই জয় নিশ্চিত করতে চাই।’
Rent for add