সেমির একাদশে এক পরিবর্তন নিয়ে কুয়েতের বিপক্ষে নামছে বাংলাদেশ

গতকাল শুক্রবার বিকেলে দলীয় অনুশীলনে অংশ নিয়েই তারিক কাজী আভাস দিয়েছিলেন কুয়েতের বিপক্ষে সেমিফাইনালে তিনি খেলতে পারবেন। কোচ ক্যাবরেরাও তাকে দিয়েছিলেন সবুজ সংকেত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কোচের অপেক্ষা ছিল আজ দুপুরে টিম মিটিং পর্যন্ত।

শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্ত কুয়েতের বিপক্ষে সেমিফাইনালে খেলবেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজী। ব্যাঙ্গালুরু থেকে দলের একটি সূত্র সেটাই নিশ্চিত করেছেন। তারিক কাজী ফিট হয়ে দলে অন্তর্ভুক্ত হওয়ায় সাইড লাইনে চলে যেতে হচ্ছে গত ম্যাচে ভুটানের বিপক্ষে একাদশে খেলা রহমত মিয়াকে।

ভুটানের বিপক্ষে ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেই সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ।

আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও কুয়েত।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, শেখ মোরসালিন, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, ইশা ফয়সাল, সোহেল রানা-২ ও রাকিব হোসেন।

সূত্র : জাগোনিউজ২৪.কম

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent