আবাহনীর বড় জয়

প্রিমিয়ার লিগটা ভালো কাটছিল না আবাহনীর। প্রথম চার ম্যাচের দুটি ড্র করে প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংসের চেয়ে পিছিয়ে পড়েছে তারা। অবশেষে আবাহনীকে মাঠে আবাহনীর মতোই মনে হলো।

শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ৫-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। চলতি লিগে এটাই কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানের জয়।

প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। ১১ মিনিটে এলিটা কিংসের গোলে আবাহনী এগিয়ে গেলেও প্রথমার্ধেই চট্টলার দলটিকে ম্যাচে ফেরান নাইজেরিয়ান ডেভিড। তবে সাইফুল বারী টিটুর দলের শেষ রক্ষা হয়নি। বিরতির পর আরো চার গোল খেয়ে বড় ব্যবধানেই হেরেই মাঠ ছাড়ে চট্টগ্রামের আকাশী-নীলরা।

৭২ মিনিটে মেহেদী হাসান রয়েল দ্বিতীয় ও ৭৯ মিনিটে কিংসলে নিজের দ্বিতীয় গোল করলে আবাহনী এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ৮১ মিনিটে কোস্টারিকান কলিন্দ্রেস ও ৯০ মিনিটে নাবিব নেওয়াজ জীবনের গোলে আবাহনী পায় ৫-১ ব্যবধানের বড় জয়।

পঞ্চম ম্যাচে জয় পাওয়ায় আবাহনীর পয়েন্ট এখন ১১। টেবিলে দ্বিতীয় স্থানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা। চট্টগ্রাম আবাহনী চার ম্যাচে এটি দ্বিতীয় হার। দুটি ম্যাচ ড্র করেছে তারা। ২ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে চট্টগ্রামের দলটি।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent