নিজস্ব প্রতিবেদক : ১৬ নভেম্বর ২০২২, বুধবার, ১৮:৩৪:৫২
সাগরিকার হ্যাটট্রিকের উপর ভর করে বসুন্ধরা গ্রুপ নারী ফুটবল লিগে এফসি ব্রাহ্মণবাড়িয়া বড় জয় পেয়েছে। আজ বুধবার তারা ৪-০ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। ব্রাহ্মণবাড়িয়ার হয়ে
সাগরিকা ১২, ৩৭ ও ৮৫ মিনিটে গোল করে চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন। অপর গোল করেন ৫ মিনিটে রুবিনা।
এদিকে একই মাঠে অপর ম্যাচে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব ও কুমিল্লা ইউনাইটেড ক্লাব কেউ কাউকে হারাতে পারেনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি গোল শূণ্য ড্র হয়েছে।
Rent for add