বাসস : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ০:৫২:৫৮
ডায়নামো জাগ্রেবের কাছে হারের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে চেলসি। মঙ্গলবার থমাস টাচেলের চেলসি ১-০ গোলে পরাজিত হয়েছে ক্রোয়েশিয়ান জাগ্রেবের কাছে। এর মাধ্যমে গ্যাবনিজ অভিজ্ঞ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের চেলসির জার্সি গায়ে অভিষেকটা স্মরণীয় হলোনা।
গ্রুপ-ই’তে চেলসিকে পরের ম্যাচগুলোতে মোকাবেলা করতে হবে রেড বুল সালজবার্গ ও এসি মিলানের। অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়লেও প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে টাচেলের দলকে এখন সতর্কতার সাথে পা ফেলতে হবে। জাগ্রেবের মাঠে মিসলাভ ওরসিচের ১৩ মিনিটের গোলে ব্লুজদের পরাজয় নিশ্চিত হয়।
গত মৌসুমের শেষে নতুন খেলোয়াড় চুক্তিতে ২৫০ মিলিয়ন ইউরোর বেশি ব্যয় করে ফেলেছে চেলসি। বড় এই ব্যয়ে আদৌ চেলসির কোন লাভ হয়েছে কিনা তা নিয়ে টাচেল চাপে পড়তেই পারেন। প্রিমিয়ার লিগেও তেমন কোন পারফরম্যান্স দেখাতে পারছে না দল। সব ধরনের প্রতিযোগিতায় এনিয়ে টানা তিন পরাজয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ব্লুজরা।
Rent for add