নিজস্ব প্রতিবেদক : ১০ জুন ২০২২, শুক্রবার, ১৯:৫২:২৪
এশিয়ান কাপ বাছাই পর্বে শনিবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে তুর্কমেনিস্তানের বিপক্ষে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস।
ফুটবল গোলের খেলা। আপনি যদি ম্যাচ জিততে চান, তাহলে গোল করতেই হবে। গোল করার মতো খেলোয়াড়ও থাকতে হবে। এই জায়গায় বাংলাদেশ নীরব। বাংলাদেশের গোল করার কেউ নেই। তাই গোল করতে পারছে না, ম্যাচও জিততে পারছে না। হ্যাভিয়ের ক্যাবরেরা দায়িত্ব নেওয়ার পর খেলা চার ম্যাচের চিত্রটা এরকমই।
চারটি ম্যাচের দুটি হার, দুটি ড্র। চার গোল হজম করেছে, প্রতিপক্ষের জাল এখনও চেনেননি ক্যাবরেরার শিষ্যরা। গোলের এই হাহাকারের মধ্য দিয়ে শনিবার এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ তুর্কমেনিস্তান।
বাংলাদেশের চেয়ে এই দলটি র্যাংকিংয়ে এগিয়ে ৫৪ ধাপ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস।
আগের ম্যাচে বাহরাইনের কাছে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। তুর্কমেনিস্তান ৩-১ গোলে হেরেছে স্বাগতিক মালয়েশিয়ার কাছে। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। হারলে বিদায় নিশ্চিত।
তুর্কমেনিস্তান দলটি বাংলাদেশের কাছে অনেকটাই অপরিচিত। এর আগে দুই দেশের জাতীয় দল কখনও মুখোমুখি হয়নি। ২০০২ বুসান এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের দেখা হয়েছিল দুই দেশের। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-১ গোলে। লাল-সবুজ জার্সিধারীদের একমাত্র গোলটি করেছিলেন ডিফেন্ডার মো. সুজন।
শুক্রবার সকালে কুয়ালালামপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমাদের বিশ্বাস আছে ম্যাচটি জিততে পারব। বাহরাইনের বিপক্ষে লড়াই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’
Rent for add