বাসস : ৪ এপ্রিল ২০২২, সোমবার, ০:১৭:২৩
পেনাল্টিতে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে কষ্টার্জিত জয় উপহার দিয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগায় ২-১ গোলের জয় তুলে নিয়ে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির মোকাবেলা করার আগে নিজেদের প্রস্তুতিটা ভালই সেরে নিল টেবিলের শীর্ষে থাকা মাদ্রিদ।
দুই গোলের মাঝে আরো একটি পেনাল্টি শট মিস করেছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদ জয়ের মাধ্যমে তাদের শীর্ষ অবস্থান আরো শক্তিশালী করেছে।
ম্যাচ শেষে মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেছেন, ‘আমি জানি না এই জয়টা আমাদের প্রাপ্য ছিল কিনা। প্রথমার্ধে আমি বড় দুটি সেভ করেছি। কিন্তু সবকিছুর পরেও জয়টাই গুরুত্বপূর্ণ।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেই নিজের গোলসংখ্যা ৩৯’এ নিয়ে গেছেন বেনজেমা। ম্যাচের ১৯ মিনিটে নোলিতোর বিপক্ষে পেনাল্টি আদায় করেন নেন এডার মিলিটাও। সেল্টা গোলরক্ষক মাটিয়াস ডিটুরোকে উল্টো দিকে পাঠিয়ে স্পট কিক থেকে বল জালে জড়ান বেনজেমা।
বিরতির পর সেল্টা বেশ চড়াও হয়ে খেলতে থাকে। তারই ধারাবাহিকতায় ৫২ মিনিটে জেভিয়ার গালানের এসিস্ট থেকে নোলিটো সহজ ফিনিশিংয়ে সমতা ফেরান। রডরিগোকে ফাউলের কারণে জেইসন মুরিলোর বিপক্ষে আবারো পেনাল্টি উপহার পায় মাদ্রিদ। ৬৪ মিনিটে অবশ্য বেনজেমাকে সফল হতে দেননি ডিটুরো।
৭০ মিনিটে মেন্ডিকে অবৈধভাবে বাঁধা দেবার অপরাধে কেভিন ভাসকুয়েজের বিপক্ষে তৃতীয় পেনাল্টি পায় মাদ্রিদ। এবার আর কোন ভুল করেননি বেনজেমা। এই গোলেই মাদ্রিদের জয় নিশ্চিত হয়।
Rent for add