বাসস : ১১ মার্চ ২০২২, শুক্রবার, ১:৩১:৩৩
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে করিম বেনজেমা রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়র্টার ফাইনাল উপহার দিয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও এই ফ্রেঞ্চম্যানের তিন গোলে শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজিকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে গ্যালাকটিকোরা।
এর আগে প্যারিসের প্রথম লেগের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে পিএসজি ১-০ গোলে জয় নিশ্চিত করেছিল। বুধবার ৩৯ মিনিটে এই এমবাপ্পের গোলেই এগিয়ে গিয়েছিল প্যারিসের জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পৌঁছালো মাদ্রিদ।
৬১ মিনিটে পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার ভুলে বেনজেমার গোলের যাত্রা শুরু। ঐ গোলেই কার্লো আনচেলত্তির দল স্বপ্ন দেখতে শুরু করে। এরপর ১৭ মিনিটের মধ্যে বেনজেমার আরো দুই গোল তারকা সমৃদ্ধ পিএসজিকে বোকা বানিয়ে জয় ছিনিয়ে নেয় আনচেলত্তির শিষ্যরা।
পিএসজির হয়ে এমবাপ্পে, লিওনেল মেসি ও নেইমারদের জন্য ইউরোপীয়ান সর্বোচ্চ এই ক্লাব টুর্নামেন্টে শিরোপার অপেক্ষা আরো একবার বাড়লো। অথচ ২৩ মিনিটে ফরাসি তরুণ এমবাপ্পের আরো এক দুর্দান্ত গোলে ঘরের মাঠে মাদ্রিদ পরাজয়ের শঙ্কায় পড়েছিল। এমনিতেই প্রথম লেগে এক গোলে পরাজিত মাদ্রিদ কিছুটা হলেও পিছিয়ে থেকেই ম্যাচ শুরু করেছিল।
৬১ মিনিটে বেনজেমা রিয়ালকে সমতায় ফেরানোর পর ৭৬ ও ৭৮ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে মাদ্রিদের প্রায় বেশিরভাগ খেলোয়াড়ই হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে নিজেদের আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করেছে। ক্লাব ইতিহাসে অন্যতম স্মরণীয় এই জয়কে আরো কিছুটা হয়ত নিজেদের মনের মধ্যে ধরে রাখতে চেয়েছিল আনচেলত্তি শিষ্যরা।
Rent for add