মিলানের অপরাজিত থাকার রেকর্ড ভাঙ্গলো ফিওরেন্টিনা

ইব্রাহিমোভিচের জোড়া গোলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারল না এসি মিলান। শনিবার নাটকীয় ম্যাচে ফ্লোরেন্সে স্বাগতিক ফিওরেন্টিনার কাছে ৪-৩ গোলে পরাজয় বরণ করে মিলান। অন্যদিকে লিনার্দো বনুচ্চি দুই পেনাল্টিতে ল্যাজিওকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

ডুসান ভ্লাহোভিচের ফিওরেন্টিনার হয়ে দুই গোল করেছেন। অথচ চুক্তি বাড়ানোতে অস্বীকৃতি জানিয়ে ক্লাব সমর্থকদের তোপের মুখে রয়েছে সার্বিয়ান এ ২১ বছর বয়সী স্ট্রাইকার।

এর ৭ মিনিটের মধ্যে সুইডিশ তারকা ইব্রাহিমোভিচের দুই গোলে লড়াইয়ে ফিরে আসে মিলান। কিন্তু ৮৫ মিনিটে ভ্লাহোভিচের গোলে ফিওরেন্টিনার জয় নিশ্চিত করেন। ইতালিয়ান জায়ান্ট কোন দলের বিপক্ষে মৌসুমে এটি ফিওরেন্টিনার প্রথম জয়।

এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে সিরি-এ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভিনসেনজো ইতালিয়ানোর শিষ্যরা। এই দলের হয়ে আরো দুই গোল করেছেন আলফ্রেড ডানকান ও রিকার্ডো সাপেনারা। ইনজুরি টাইমে লোরেঞ্জো ভেনুত্তির আত্মঘাতি গোলে মিলান এক গোল পরিশোধ করলেও তা পরাজয় এড়াতে পারেনি।

এবারের মৌসুমে ১৩তম ম্যাচে এসে প্রথম পরাজয়ের স্বাদ পেল মিলান। এই ম্যাচে পরাজয় সত্বেও নাপোলির সাথে সমান ৩২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছে স্টিফানো পিওলির দল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent