নিজস্ব প্রতিবেদক : ১ আগস্ট ২০২১, রবিবার, ১৫:০০:৪৫
বাংলাদেশ আয়োজক হবে না বলে জানিয়ে দেয়ার পর ভারত, নেপাল ও মালদ্বীপ সাফ চ্যাম্পিয়নশিপ তাদের দেশে করতে চেয়েছিল। আয়োজক হতে আগ্রহ প্রকাশ করা এই তিন দেশকে খরচের একটা ধারণা দিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে তাদের প্রস্তাবনা পাঠাতে বলেছিল সাফ।
নির্ধারিত সময়ের মধ্যে নেপাল ও মালদ্বীপ আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করে প্রস্তাবান জমা দিলেও ভারত তা দেয়নি। যার মানে দাঁড়ায় এখন মালদ্বীপ বা নেপালের যে কোন এক দেশে হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
প্রাথমিকভাবে আগস্টের ৩০ তারিখ থেকে সিলেটে হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ আয়োজক হওয়া থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সাফ এর সদস্য দেশগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অক্টোবরের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
টুর্নামেন্ট পেছালেও এতে অংশ নিতে পারবে না ভুটান। তারা আগেই জানিয়ে রেখেছে, ২০২১ সালে সাফ হলে তারা অংশ নেবে না। কারণ, ভুটান সরকার তাদের দলকে করোনার মধ্যে কোথাও যাওয়ার অনুমতি দেবে না। তাই অক্টোবরে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপকে নিয়ে হবে টুর্নামেন্ট। লিগ ভিত্তিকে খেলা শেষে শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল।
কবে হতে পারে সাফ এর সভা? আনোয়ারুল হক হেলাল গণমাধ্যমকে বলেছেন, ‘সভাপতি (কাজী মো. সালাউদ্দিন) যেদিন সময় দেবেন সেদিন সভা করব। তবে ৫ আগস্টের পরই হবে সভা। এর মধ্যে দুই দেশের প্রস্তাবনা আমরা যাচাই-বাছাই করে দেখবো। তারপর নির্বাহী কমিটির সভায় আয়োজক দেশ ও তারিখ চূড়ান্ত করা হবে।’
Rent for add