বাসস : ৫ মে ২০২১, বুধবার, ৭:০৯:১৪
লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসির বাসায় জড়ো হয়েছিলেন সতীর্থরা।
বার্সার সামনে এখন শিরোপা জয়ে বাকি থাকা চার ম্যাচে জয়ের বিকল্প নেই। তাই শনিবার টেবিলের শীর্ষে থাকা অ্যাথলেটিকোর বিপক্ষে জয়ী হতে পারলে দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে যাবে।
অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচটি যে কতটা গুরুত্বপূর্ণ তা সবাই উপলব্ধি করছেন। সে কারণে চাপ থেকে কিছুটা হলেও মুক্ত হতে মেসির আমন্ত্রণে নিজ নিজ স্ত্রী ও বান্ধবীদের নিয়ে বার-বি কিউ পার্টিতে যোগ দিয়েছিলেন দলের সব খেলোয়াড়রা। কঠিন একটি মৌসুম শুরু হবার পর গত কয়েক মাস যাবত খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে উন্নতি হয়েছে।
সাধারণত বড় কোন ম্যাচের আগে সবাই রেস্টুরেন্টে মিলিত হয়। কিন্তু এবার তারা অধিনায়কের বাসায় বার-বি কিউ পার্টি করার সিদ্ধান্ত নিয়েছেন। স্প্যানিশ কোভিড-১৯’র নতুন আইনানুযায়ী উন্মুক্ত স্থানে একেকটি টেবিলে সর্বোচ্চ ছয় জন করে বসতে পারবে। মেসির বাসায় নির্ধারিত সব ধরনের প্রোটোকল মেনেই পার্টির আয়োজন করা হয়েছিল।
Rent for add