রাতে সিটির বিপক্ষে খেলবেন তো এমবাপ্পে?


ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হারার পর ফরাসি জায়ান্ট পিএসজির জন্য কঠিন চ্যালেঞ্জ সিটি অব ম্যানচেস্টার। যে স্টেডিয়ামে রাতে নেইমাররা নামছে সিটির বিপক্ষে। ফাইনালে যেতে জিততে হবে দুই গোলের ব্যবধানে।

এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজির অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে খেলবেন কিনা সেটাই বড় প্রশ্ন। ফরাসি ক্লাবের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোও এমবাপ্পের ব্যাপারে এখনো নিশ্চিত নন।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ শুরু হবে। এ ম্যাচ জয়ের জন্য প্রতিজ্ঞা পিএসজির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের। দলকে ফাইনালে তুলতে প্রয়োজনে জীবনও দিয়ে দিতে রাজি এ ব্রাজিলিয়ান সেনসেশন।

নেইমার বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির বিপক্ষে আমাদের কঠিন এক ম্যাচ অপেক্ষা করছে। তবে আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে। আমাদের জয়ের ব্যাপারে পরিসংখ্যান কী বলছে, তাতে নজর না দিয়ে, নিজেদের ওপর বিশ্বাস করতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘প্যারিসের প্রতিটি মানুষকে জয়ের বিশ্বাসটা রাখতে হবে। যার মধ্যে আমি প্রথম, আমি ফ্রন্টলাইনে আছি। এ যুদ্ধের প্রথম যোদ্ধা আমি। ফাইনালে ওঠার জন্য নিজের সেরাটা দিবো এবং সম্ভাব্য সবকিছু করব। এমনকি সেটা যদি মাঠে যাওয়াও হয়।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent