নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল ২০২১, শুক্রবার, ২১:২৩:৫০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে আবাহনী। শুক্রবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েও আবাহনী ড্র করে মাঠ ছেড়েছে। ২-২ গোলের এই ড্র আবাহনীকে পিছিয়ে দিলো শিরোপার দৌঁড় থেকে।
দিদিয়ের দ্রুগবার দেশ থেকে উড়ে আসা বাংলাদেশ পুলিশের ফুটবলার ইয়াও ক্রিশ্চিয়ান কৌয়াকো জোড়া গোল করে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই পয়েন্ট হারাতে বাধ্য করেছেন আবাহনীকে।
৩৪ মিনিটে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন জুয়েল রানা। ইয়াও ক্রিশ্চিয়ান কৌয়াকো ৪১ মিনিটে ম্যাচে ফেরান পুলিশকে। ৪৩ মিনিটে সানডে গোল করলে আবার এগিয়ে যায় আবাহনী। কিন্তু ৬০ মিনিটে আবার সেই ইয়াও ক্রিশ্চিয়ান কৌয়াকো। তার দ্বিতীয় গোলে দ্বিতীয়বার ম্যাচে ফেরে পুলিশ। শেষ পর্যন্ত স্কোর লাইন আর বদলায়নি। ২-২ গোলে ড্র করে ২ পয়েন্ট হারায় আবাহনী।
১৩ ম্যাচে ২৬ পয়েন্ট আবাহনীর। সমান ম্যাচে ১৩ পয়েন্ট পুলিশের।
Rent for add