নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল ২০২১, শুক্রবার, ১৬:৩০:৪৭
শেষ পর্যন্ত আবাহনীকে বাদ দিয়েই এএফসি কাপ চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। শুক্রবার এএফসি এ সংক্রান্ত সিদ্ধান্ত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।
যদিও এ বিষয়ে আবাহনী এবং বাফুফে কিছু জানে না। আবাহনী বারবার ম্যাচটি মালদ্বীপে খেলার আগ্রহ প্রকাশ করলেও অপারগতা প্রকাশ করে দ্বীপ দেশটির ফুটবল ফেডারেশন। কিন্তু তারা ঠিকই ভারতের ক্লাব বেঙ্গালুরুতে আতিথেয়তা দিচ্ছে। ১১ মে মালেতে হবে ঈগলম আর বেঙ্গালুরু এএফসির ম্যাচটি।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের গঠিত কোভিড-১৯ সাব-কমিটি আবাহনী ছাড়াও আরো কয়েকটি ক্লাবকে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে। ঈগলসের বিপক্ষে ম্যাচটির আয়োজক ছিল আবাহনী। হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল। কিন্তু লকডাউন ঘোষণার পর ম্যাচটি ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা।
শেষ পর্যন্ত আবাহনী ৫ মে ঢাকায় ম্যাচ আয়োজন করতে চেয়েছিল। এমন কি ৮ মে বেঙ্গালুরুর ম্যাচটি আয়োজনের আগ্রহও দেখিয়েছিল। কিন্তু এএফসি আবাহনীকে বাদ দিয়েছে ক্লাবটির সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই।
Rent for add