নিজস্ব প্রতিবেদক : ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১৪:৪৭:৫৬
বাফুফে আগেই ঘোষণা করেছিল লকডাউন শেষ হওয়ার ৭ দিনের মধ্যেই প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু করবে। তবে ৭ দিন নয়, বাফুফে লিগ শুরু করতে যাচ্ছে লকডাউন শেষ হওয়ার ২ দিনের মধ্যেই।
বাফুফের প্রফেশনাল লিগ কমিটি ৩০ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার লিগ কমিটির জরুরী সভায় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। আগের দিনই জানা গিয়েছিল লকডাউন ২৮ এপ্রিল শেষ হোক আর বৃদ্ধি পাক বাফুফে দ্রুতই লিগ শুরু করতে চায়।
সভায় ক্লাবগুলো পুরো পরিস্থিতি বুঝিয়ে লিগ শুরু দিনক্ষণ ঘোষণা করতে পারলো বাফুফে। সময় মতো লিগ শুরুর স্বার্থে আবাহনী ও বসুন্ধরা কিংসের এএফসি কাপ চলাকালীনই প্রিমিয়ার লিগ চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।
Rent for add