প্রিমিয়ার লিগ নিয়ে রোববার জরুরী সভা


মধ্যবর্তী দলবদল শেষে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা কবে নাগাদ শুরু করা যায় তা নিয়ে রোববার জরুরী সভায় বসছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। সকাল সাড়ে ১১ টায় ভার্চুয়ালি হবে এই সভা।

শনিবার রাত ১২ টায় শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ ২০২০-২১ মৌসুমের দলবদলের সময়সীমা। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ না হলে মধ্যবর্তী দলবদল শেষ হতো ৭ এপ্রিল। লিগের দ্বিতীয় পর্ব শুরুর কথা ছিল তার ২ দিন পর।

তবে হঠাৎ করোনার বিস্ফোরণ, এরপর ফিফার বিশেষ অনুমতিতে বিদেশি ও স্থানীয় ফুটবলারদের রেজিস্ট্রেশনের সময় ১০ দিন বাড়লেও লিগের দ্বিতীয় পর্ব কবে শুরু সম্ভব হবে তা অনিশ্চিত।

খেলোয়াড় রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরদিনই রোববার সকালে জরুরি সভায় বসছে লিগ কমিটি। ভার্চুয়াল এ সভার একটাই এজেন্ডা প্রিমিয়ার লিগ। না, এ সভায় লিগ শুরুর দিনক্ষণ ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুযোগও নেই। কারণ, করোনাভাইরাস পরিস্থিতি সামনে কি হয় সেটা কেউ জানে না।

তাহলে এ সভায় আসলে কী হবে? আগামী দুই মাসে ক্লাব ও জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ আছে। আবাহনীর এএফসি কাপের ম্যাচ কবে হবে ঠিক হয়নি। মে মাসে মালদ্বীপে শুরু হওয়ার কথা গ্রুপ পর্বের ম্যাচ, যেখানে খেলবে বসুন্ধরা কিংস। আবাহনীও পরপর দুই ম্যাচ জিতলে টিকিট পাবে মালদ্বীপে।

জুনে জাতীয় দলের আছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ কাতারে। এসব কিছু নিয়েই লিগ কমিটি সভায় বসবে। ক্লাবগুলোর মতামতও জানবে লিগ কমিটি। তারপর একটা রোডম্যাপ তৈরি করবে লিগ কমিটি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent