বাসস : ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ১৬:৪৫:৩২
ম্যাসন মাউন্টের দৃস্টিনন্দন একটি গোলের সুবাদে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পোর্তোকে হারিয়ে দিয়েছে চেলসি। প্রথম লেগে ২-০ গোলের ওই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার পথ অনেকটাই সুগম হল প্রিমিয়ার লিগ জায়ান্টদের।
ম্যাচের প্রথমার্ধেই মাউন্টের বাঁকানো শটের গোলটি ক্ষরণ শুরু করে দেয় পোর্তো শিবিরে। অথচ সেভিয়ার ভেন্যুটি ছিল পোর্তের জন্য বাড়তি অনুপ্রেরণা। কিন্তু এর সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
উল্টো বিরতির পর ম্যাচের শেষভাগে আরো একটি গোল হজম করতে হয়েছে পোর্তোকে। তাদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে চেলসির হয়ে দ্বিতীয় গোল করেন বেন চিলওয়েল। আর দুটি গোলই চেলসির জন্য অ্যাওয়ে গোল হিসেবে গন্য হবে। যার সুবাদে দ্বিতীয় লেগে শেষ হওয়ার আগেই সেমিফাইনালে খেলার পথ অনেকটাই সহজ হয়ে গেল ব্লুজদের জন্য।
ফিরতি লেগে আগামী সপ্তাহে একই ভেন্যু সানচেজ পিজুয়ান স্টেডিয়ামেই ফের পরস্পরের মোকাবেলা করবে দল দুটি। তখন অবশ্য হোম ম্যাচ হিসেবে খেলবে প্রিমিয়ার লিগ জায়ান্টরা। সেমিফাইনালে পৌঁছাতে পারলে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে চেলসি।
Rent for add