বাসস : ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার, ২০:৪৭:১৩
অবশেষে জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সোমবার অ্যাওয়ে ম্যাচে ১৩তম স্থানে থাকা উল্ফসের বিপক্ষে অবশ্য জয়টা সহজে আসেনি। সাবেক উল্ফস স্ট্রাইকার দিয়োগো জোতার প্রথমার্ধের ইনজুরি টাইমে লিভারপুলের জয় নিশ্চিত হয়।
টানা ছয়টি হোম ম্যাচে পরাজিত লিভারপুলের জন্য শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করা ও এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নেয়াই এখন কঠিন হয়ে পড়েছে। রেডস বস ম্যাচ শেষে বলেন, ‘দিনের শেষে ফলাফলটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটি বেশ কঠিন ছিল। আমরা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছি। এই ফলাফলে আমি পুরোপুরি সন্তুষ্ট। এভাবেই আমাদের সঠিক পথে ফিরতে হবে।’
সেপ্টেম্বরে ৪১ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। হাঁটুর ইনজুরির কারণে গত তিন মাস জোতাও লিভারপুলের হয়ে খেলতে পারেননি। ফলে অ্যানফিল্ডে তার শুরুটা খুব একটা সুখকর হয়নি। কিন্তু এই উইঙ্গার আশা প্রকাশ করে বলেছেন তার দলে ফিরে আসা মৌসুমের শেষে লিভারপুলকে আরো শক্তিশালী করে তুলবে।
Rent for add