ইংল্যান্ডে খুশি নন কাভানি

ইংল্যান্ডে স্বস্তি পাচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুইয়ান অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানি। যে কারণে আবারো দক্ষিণ আমেরিকায় ফিরতে পারেন এবং সেখানে থেকেই ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন কাভানির বাবা লুইস কাভানি।

আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসে মঙ্গলবার লুইস কাভানি বলেছেন, ‘যেখানে সে আছে সেখানে খুব একটা স্বস্বিবোধ করছে না। আরো দুই বছর তার খেলার ইচ্ছা আছে, তারপরই পরিবারের কাছে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন।’

৩৪ বছর বয়সী কাভানির চলতি বছরের শেষে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সে খেলার সম্ভাবনা রয়েছে বলেও লুইস কাভানি জানিয়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বছরের শুরুতে ইংলিশ ফুটবল থেকে কিছুদিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এডিনসন কাভানি। বিষয়টি মোটেই ভালভাবে নেননি এ তারকা স্ট্রাইকার।

ইনস্টাগ্রামে বন্ধু পাবলো ফার্নান্দেজ প্রসঙ্গে বর্ণবাদী শব্দ ব্যবহার করায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন কাভানি। ‘নেগরিটো’ শব্দটি উরুগুয়েতে প্রায়শই ব্যবহৃত হয়ে দাবী জানিয়ে লুইস কাভানি জানিয়েছেন, ‘আমরা রেসিস্ট নই। এতে মূলত কিছুই প্রমাণ হয়নি। তারপরেও তাকে শাস্তি ভোগ করতে হয়েছে যা খুবই দু:খজনক।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent