নিজস্ব প্রতিবেদক : ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১৯:০৮:১২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ পর আবারো জয়ের দেখা পেল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
আজ মঙ্গলবার তারা গুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলে বাংলাদেশ পুলিশ ফুটবল দলকে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান-পুলিশের এ ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য ছিল।
তবে ৪৭ মিনিটে সাদা-কালোর অধিনায়ক জাপানিজ উরু নাগাতা দলকে জয় এনে দেন।
এ জয়ের ফলে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।
অপরদিকে বাংলাদেশ পুলিশ ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে।
Rent for add