নিজস্ব প্রতিবেদক : ৫ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১:৩৫:৪৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রাণবন্ত লড়াইয়ের পরও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব কেউ কারো বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচে ক্ষণেক্ষণে আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর থাকলেও উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করেই ঘরে ফিরতে হয়েছে।
রহমতগঞ্জ-পুলিশ লড়াইয়ে দুই দলই সম্ভাব্য গোলের উৎস তৈরি করেছিল। ২৫ মিনিটে রহমতগঞ্জের ক্রিস রেমি দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে যে শট নেন তা গোলরক্ষক প্রথম দফা ধরতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দী করেন। ২৯ মিনিটে পুলিশের বাল্লো ফামোসা গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।
উল্লেখ্য ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পুলিশ ফুটবল ক্লাব পঞ্চম স্থানে রয়েছে। তবে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে রহমতগঞ্জ।
Rent for add