নিজস্ব প্রতিবেদক : 31 JANUARY, 2021, 11:49 PM
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরো একটি জয় পেয়েছে। এ নিয়ে তারা টানা দুটি জয়ের মুখ দেখল। এর আগে দলটি লিগের শুরুতে টানা দুটি ম্যাচ হেরেছিল।
আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-১ গোলে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে পরাজিত করে। প্রথমার্ধে জয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল।
খেলা মাঠে গড়ানোর মাত্র ১১ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় পুলিশ এফসি। বাল্লো ১১ মিনিটে দলকে (১-০) এগিয়ে নেন। কিন্তু ব্রাদার্সের সিয়ো ২৪ মিনিটে দলকে (১-১) সমতায় ফেরান। তবে প্রথমার্ধের শেষ মুহূতে টোরের গোলে ফের পুলিশ এফসি (২-১) এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে পুলিশ এফসির বাল্লো ৭১ মিনিটে গোল করে দলের জয় (৩-০) নিশ্চিত করেন। ম্যাচে বাল্লো দু’টি গোল করেন।
উল্লেখ্য পুলিশ এফসি ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তবে ৫ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৩ দলের লিগে ব্রাদার্স ১২তম স্থানে রয়েছে।
Rent for add