জুভেন্টাসের জয়, রোমার সাথে পয়েন্ট হারাল ইন্টার

রোববার সিরি-এ লিগে রোমার সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ইন্টার মিলান। এতে করে তিন পয়েন্ট এগিয়ে সিরি-এ টেবিলের শীর্ষে থেকে সপ্তাহ শেষ করার সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছে ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান।

এদিকে ইন্টারের এ ড্রয়ে সুবিধা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসও। রোববার ১০ জনের সাসুলোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে তুরিনের জায়ান্টরা। শনিবার এসি মিলান ২-০ গোলে পরাজিত করেছিল তুরিনোকে। মিলানের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার। তারও তিন পয়েন্ট দূরে থেকে তৃতীয় স্থানে রয়েছে রোমা।

এবারের মৌসুমে প্রথমবারের মতো টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে রোমার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে এসি মিলানের ২৭ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গে দিয়েছিল জুভেন্টাস। ম্যাচ শেষে জুভ কোচ আন্দ্রে পিরলো বলেন, ‘লিগের এ পর্যায়ে এসে ধারাবাহিকতা বজায় রাখাটা জরুরী। আজকের জয়টা দারুণ ছিল। কারণ তা না হলে বুধবার সান সিরোর বিপক্ষে ম্যাচটা অকার্যকর হয়ে যেত।’

এদিকে রোমে টানা দ্বিতীয় ম্যাচে জয়বিহীন থাকা এন্টোনিও কন্টের ইন্টারের জন্য পুরো সপ্তাহটাই ব্যর্থতায় পরিণত হল। আগের ম্যাচে সাম্পদোরিয়ার কাছে ২-১ গোলের পরাজয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল কন্টের দল। রোববার ড্রয়ে মিলানকে আর ধরা হল না। ২০১০ সালের পর প্রথমবারের মত সিরি-এ লিগের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর হয়ে ওঠা ইন্টার আগামী সপ্তাহে সান সিরোতে জুভেন্টাসের মোকাবেলা করবে। ম্যাচটির ফলাফল এবারের মৌসুমের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent