বাসস : ৯ জানুয়ারি ২০২১, শনিবার, ১৮:৩৪:২৬
দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বুন্দেস লিগায় বরুশিয়া মোচেনগ্লাডবাখের কাছে ৩-২ গোলের পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা এ নিয়ে এবারের মৌসুমে দ্বিতীয় পরাজয়ের অভিজ্ঞতা পেল। অ্যাওয়ে এ পরাজয় সত্বেও আরবি লিপজিগের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে বেভারিয়ান্সরা।
রবার্ট লিওয়ানদোস্কির পেনাল্টি ও লিও গোটশের দুর্দান্ত গোলে বরুশিয়া পার্কে ম্যাচের ২৬ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। বিরতির আগেই মিডফিল্ডার ইয়োনাস হফম্যানের দুই গোলে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে গ্লাডবাখ। বিরতির ঠিক পরপরই ফ্লোরিয়ান নেহাসের গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে হফম্যান বলেছেন, ‘আমরা সত্যিই আনন্দিত। এটা কঠিন একটি লড়াই ছিল। এভাবে জয় পাওয়াটা অবিশ্বাস্য। কেউই এটা বিশ্বাস করবে না বলেই আমি মনে করি। প্রথম দুটি গোল একেবারেই আমাদের পরিকল্পনা মতো হয়েছিল। আমরা জানি বায়ার্ন নিজেদের দারুনভাবে প্রতিরোধ করতে জানে। আমরা শুরু থেকেই তাদের কাজটা কঠিন করে তুলেছিলাম। কিন্তু বিরতির পর আমরাই ম্যাচে আধিপত্য দেখিয়েছি।’
দুই গোলে এগিয়ে থাকার পর বায়ার্ন বারবার বল নিয়ে নিজেদের পজিশন হারিয়েছে। আর সেই সুযোগগুলো পূর্ণাঙ্গভাবে কাজে লাগিয়েছে গ্লাডবাখ। এর আগে লিগের আটটি ম্যাচেই প্রথম গোল হজম করেছিল বায়ার্ন। সেই ধারা থেকে অন্তত বেরিয়ে এসে কাল ম্যাচের শুরুটা দারুণ করেছিল বায়ার্ন। কালও অবশ্য নেহাস প্রথমেই সুযোগ নষ্ট না করলে বায়ার্ন পিছিয়ে পড়তে পারতো। ২০ মিনিটে নেহাসের একটি ফাউলের বিপরীতে দীর্ঘ সময় ধরে ভিএআর রিভিউর পর বায়ার্নকে পেনাল্টি উপহার দেয়া হয়।
লিওয়ানদোস্কি স্পট কিক থেকে কোন ভুল করেননি। এ নিয়ে এবারের লিগে তিনি ২০তম গোল পূরণ করলেন। ছয় মিনিট পর লেরয় সানের সাথে বল আদান প্রদান করে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন গোটশে। যদিও বিরতির আগেই স্কোরলাইনে সমতা আনে স্বাগতিকরা। দারুণভাবে লড়াইয়ে ফিরে আসারও ইঙ্গিত দেয়।
প্রাক ম্যাচ অনুশীলনে গ্লাডবাখ কোচ মার্কো রোস খেলোয়াড়দের বলেছিলেন বায়ার্নের মানসিকতাই হচ্ছে মাঠে নিজেদের কঠোরভাবে প্রতিরোধ করা। আর এটা করতে গিয়ে তারা প্রতিপক্ষের আক্রমণের জন্য অনেক জায়গা তৈরি করে দেয়। আমাদের সেই সুযোগটাই নিতে হবে। লার্স স্টিন্ডেলের দুর্দান্ত এক পাসে বায়ার্ন রক্ষণভাগ এলোমেলো হয়ে যায়। সেই সুযোগ ৩৬ মিনিটে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন হফম্যান। দ্বিতীয় গোলটিও প্রায় একই রকম ছিল। স্টিন্ডেলের দুরপাল্লার পাস থেকে বিরতির ঠিক আগেই নয়্যারকে আবারো বোকা বানান হফম্যান।
বিরতির চার মিনিট পর হফম্যানের সহায়তায নেহাস বায়ার্নের হয়ে শেষ গোলটি করেন। ম্যাচে ফিরে আসার লক্ষ্যে বায়ার্ন কোচ হান্সি ফ্লিক শেষ ২২ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জয়সূচক গোলদাতা কিংসলে কোম্যানকে মাঠে নামান। কিন্তু তাতেও ভাগ্য ফিরেনি বর্তমান চ্যাম্পিয়নদের।
Rent for add