নিজস্ব প্রতিবেদক : 4 JANUARY, 2021, 7:17 PM
ঢাকা আবাহনী লিমিটেড ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠেছে। আজ সোমবার কোয়ার্টার ফাইনালে তারা ১-০ গোলে উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করে। ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো রদ্রিগেজ দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে জয়সূচক গোল করেন। প্রথমার্ধ অবশ্য গোল শূন্য ছিল।
এ জয়ের ফলে আবাহনী আগামী ৭ জানুয়ারি ফাইনালে ওঠার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মোকাবিলা করবে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী আবাহনী আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বারিধারাকে পেয়েও বড় জয় নিয়ে ঘরে ফিরতে পারেনি। রীতিমতো আকাশি-নীল জার্সীধারীদের ঘাম ঝরিয়ে জয় পেতে হয়েছে।
নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আবাহনীকে জয় এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ। অথচ ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে এগারোবারের চ্যাম্পিয়নরা যেভাবে সম্ভাব্য গোল হাতছাড়া করেছে তা ছিল ক্ষমার অযোগ্য। বারিধারা অবশ্য বেশ কয়েকবার আক্রমণ শানালেও সেগুলো ততটা জোরালো না হওয়ায গোলের দেখা পায়নি।
Rent for add