ম্যারাডোনা কবিও ছিলেন : পোপ

প্রয়াত দিয়েগো ম্যারাডোনা শুধু মাঠে একজন চ্যাম্পিয়নই নন, কবিও ছিলেন। পুরনো স্মৃতি হাতড়ে বললেছেন পোপ ফ্র্যান্সিস। সারা বিশ্বে অনেকের কাছে ভালবাসার নাম ছিল মারাডোনা। পোপও তার ব্যতিক্রম নন।

১৯৮৬ সালে আর্জেন্টিনা বনাম জার্মানির খেলার কথা মনে পড়ে পোপের। তিনি তখন ফ্রাঙ্কফুর্টে পড়াশোনা করছিলেন। পোপ বলেন, ‌’২০১৪ সালে আমার সঙ্গে দেখা হয় মারাডোনার। আমার স্পষ্ট মনে আছে সেদিন সে কী কী করেছিল। মাঠে সে শুধু চ্যাম্পিয়ন নয়, যেন একজন কবিও। যে অনেক মানুষকে আনন্দ দেয়।’

তিনি আরও বলেন, ‘১৯৮৬-র বিশ্বকাপ শিরোপা মারাডোনা এনে দিয়েছিল আর্জেন্টিনাকে। সেই স্মৃতি আজও মনে পড়ে। ফাইনাল দেখতে পারিনি। পরের দিন ব্ল্যাকবোর্ডে এক জাপানি ছাত্র লেখে দীর্ঘজীবী হোক আর্জেন্টিনা। সেই থেকেই আমি জানতে পারি বিশ্বকাপ জেতার কথা।’

পোপ নিজেও ফুটবল পছন্দ করেন। তিনি মারাডোনার মৃত্যুর খবর পেয়ে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন। মারাডোনার পরিবারের জন্য তিনি একটি চিঠিসহ জপমালা পাঠিয়েছিলেন। সৌজন্যে: আনন্দবাজার পত্রিকা

Rent for add