অ্যাটলেটিকো জয় পেলেও পয়েন্ট খুইয়েছে রিয়াল

লা লিগায় বুধবার পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে তালিকার শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। লুইজ সুয়ারেজের গোলে তারা ১-০ গোলে গেতাফের বিপক্ষে জয়লাভ করে।

এদিন এলচে সফরে গিয়ে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। লুকা মুড্রিচের গোলে এগিয়ে যাবার পরও ফিদেল চাভেসের পেনাল্টি গোলে এলচের সাথে ১-১ ড্র করে রিয়াল।

অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ফলে শিরোপা প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে দুই পয়েন্টের ব্যবধান রয়েছে।
তাদের সাথে ৭ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে রিয়াল সোসিয়েদাদ, সেভিয়া ও ভিয়ারিয়াল। আর ১০ পয়েন্টের ব্যবধানে থেকে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে বার্সেলোনা।

শুধু তাই নয়, বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে অ্যাথলেটিকো। কোচ সিমিওনের অধীনে এদিন ৫০০তম ম্যাচে অংশ নিয়েছিল ক্লাবটি। ভাগ্যের সহায়তায় তারা জয়ও পেয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে অ্যাটলেটিকোতে কাটিয়ে দেয়া এ কোচ বলেন, ‘খেলোয়াড় হিসেবে এ ক্লাবটি ছেড়ে যাবার সময়ে আমি এ ক্লাবটিতে যোগ দেয়ার পরিকল্পনা করেছিলাম। আমি সবসময় এ ক্লাবে ফিরতে চেয়েছি। আমি কোক ও সাউল নিগুয়েজের মতো লোক পেয়েছি। যারা চেয়েছে খারাপ সব কিছুকে মাড়িয়ে এ ক্লাবকে বের করে আনতে। ফুটবলের বাইরেও তাদের সাথে আমার অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছে।

ওয়ান্ডা মেট্রোপলিটানোর ম্যাচে শক্তিশালী দল নামিয়েও খুব একটা সুবিধা আদায় করতে পারেনি অ্যাটলেটিকো। উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ অ্যাটলেটিকোতে যোগ দেয়ার পর মৌসুমে অষ্টম গোলটি করেছেন মাত্র । শেষ পর্যন্ত টানা তৃতীয় জয়ে তালিকার শীর্ষস্থাটিকে কিছুটা সংহত করতে পেরেছে অ্যাটলেটিকো।

এদিকে জিনেদিন জিদানের মাদ্রিদ জানতো অ্যাটলেটিকোকে অনুসরণ করা দলটির নতুন বছরের আগে যে কোনো কিছুই ঘটতে পারে। কিন্তু ধুকতে থাকা এলচের বিপক্ষে ২০ তম মিনিটে মড্রিচের প্রথম গোলটি তাদের আশার আলো দেখায়। জয় দিয়ে সঠিক পথেই এগিয়ে যাবে বলেই মনে করেছিল রিয়াল।

মার্কো আসেনসিওর ক্রসের বল হেডে জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে দেন ক্রোয়েশিয় তারকা মড্রিচ। বিরতিতে যাবার ৯ মিনিট আগে ইভান মার্কোনের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি আশা করেছিল সফরকারী রিয়াল। কিন্তু ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে ওই পেনাল্টির আবেদন নাকচ করে দেন কর্তব্যরত রেফারি জর্জ ফিগুয়েরো ভাজকুয়েজ।

উল্টো বিরতির পর ৫২ মিনিটে পেনাল্টির সুবাদে সমতা ফিরে পায় এলচে। দানি কারভাজাল প্রতিপক্ষের আতোয়ান বারাগানসের জার্সি টেনে ধরায় এ বিপত্তি। পেনাল্টি থেকে স্বাগতিক দলের হয়ে সমতাসূচক গোল করেন ফিদেল।

খেলা শেষে জিদান বলেন, ‘অনেক দলই পয়েন্ট নষ্ট করেছে। এটি কঠিন একটি মৌসুম। আমাদের হাতে এখনো অনেক ম্যাচ বাকি আছে।’
বুধবার লিগের অন্য দুই ম্যাচে গ্রনাডা ও সেল্টাভিগো ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করেছে যথাক্রমে ভ্যালেন্সিয়া ও হুয়েস্কার বিপক্ষে। বাসস।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent