: 30 DECEMBER, 2020, 9:30 PM
ওয়ালটন ফেডারেশন কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ও লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যায় নানান সমীকরণের শ্বাসরুদ্ধকর এ ম্যাচে শেখ রাসেল ৩-২ গোলে শেখ জামালকে পরাজিত করে।
ফ্লাডলাইটের জ্বলমলে আলোয় দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইটা বেশ জমেছিল। এ লড়াইয়ে শেখ রাসেল জয় পেয়েছে বটে। তবে শেখ জামালও জিততে পারত। দুটি গোল করেছে, দুটিই পেনাল্টি থেকে। আরো দুইবার গোল থেকে বঞ্চিত হয়েছে তারা বল পোস্টে লেগে ফেরার কারণে।
৬ মিনিটে আশরভের গোলে শেখ রাসেল এগিয়ে (১-০) যায়। এর পর ৩৯ মিনিটে নাইজেরিয়ান অবি মনেকে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন। তবে ৪৯ মিনিটে পেনাল্টি থেকে সলোমন কিং একটি গোল পরিশোধ (১-২) করেন। সেই সাথে দলকে ম্যাচে ফেরার আশা জাগান।
কিন্তু ৫৯ মিনিটে শেখ রাসেলের তকলিস গোল করে দলের জয় (৩-১) তরান্বিত করলে আবার অনিশ্চিয়তায় পড়ে শেখ জামাল। শেষ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে সলোমন কিং দ্বিতীয় গোল করলে হারের ব্যবধান (২-৩) কমিয়ে আনেন।
Rent for add