সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আগামী বছরের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার সাফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ অবশ্য চলতি বছরে অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

সাফের সভায় চ্যাম্পিয়নশিপের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর। ভেন্যু থাকছে যথারীতি ঢাকা। সভায় বেশিরভাগ দেশ ওই তারিখে সম্মতি জানালেও ভারত নিজেদের মধ্যে আলোচনা করে পরে জানাবে।

বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ছাড়াও ২০২১ সালে সাফ আরও চারটি বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ চারটি চ্যাম্পিয়নশিপ হলো ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ চ্যাম্পিয়নশিপ এবং মেয়েদের অনূর্ধ্ব-১৬ ও ১৯ চ্যাম্পিয়নশিপ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent