বাসস : ৮ মে ২০২২, রবিবার, ২২:১৩:৫৩
দুই গোলে পিছিয়ে থেকেও জার্মান দ্বিতীয় বিভাগ লিগের নাটকীয় ম্যাচে সেন্ট পাওলিকে ৩-২ ব্যবধানে পরাজিত করে বুন্দেসলিগায় ফিরে এসেছে শালকে। উরুগুয়ের স্ট্রাইকার রডরিগো জালাজার শালকের হয়ে ম্যাচের শেষ ভাগে জয়সূচক গোল করেন।
জেলসেনকারচেনের ভেলটিন্স এরিনাতে জালাজারের গোলে পুরো স্টেডিয়াম উল্লাসে মেতে ওঠে। সাবেক ক্লাব পাওলির বিপক্ষে তার এই গোলেই দুর্দান্ত জয় নিশ্চিত করে এক মৌসুম পরেই জার্মান শীর্ষ লিগে ফিরেছে শালকে। এই ম্যাচের আগে শালকে দ্বিতীয় বিভাগের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা হামবুর্গের থেকে দুই পয়েন্ট এগিয়ে ছিল। মৌসুম শেষ হতে আর এক ম্যাচ বাকি থাকায় কাল শিরোপা নিশ্চিতে নিজেদের সমর্থকদের সামনে তিন পয়েন্ট দরকার ছিল। কিন্তু ১৭ মিনিটে মধ্যে ইগ মাটানোভিচের দুই গোলে সফরকারী পাওলি এগিয়ে গেলে হতাশা নেমে আসে শালকে শিবিরে।
দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। সাইমন টেরোডে প্রথম পেনাল্টি থেকে ৪৭ মিনিটে এক গোল পরিশোধ করে। ৭১ মিনিটে আবারো টেরোডের গোলে সমতায় ফিরে শালকে। পাওলির মিডপিল্ডার মার্সেল বেইফাস ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করার কারনে আবারো এগিয়ে যাওয়া হয়নি সফরকারীদের। আর এই সুযোগে জালজারের দুর্দান্ত স্ট্রাইকে ৬০ হাজার স্বাগতিক দর্শক আনন্দে মেতে ওঠার উপলক্ষ্য পায়। ৮১ ও ৯০ মিনিটে বেইফাস ও মাটনোভিড লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হলে সেন্ট পাওলির আর ম্যাচে ফেরা হয়নি।
গত মৌসুমে ৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মত রেলিগেটেডে হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া শালকে পুনরায় নিজেদের শীর্ষ লিগে ফিরিয়ে নিয়ে আসলো। অন্যদিকে এই পরাজয়ে সেন্ট পাওলির বুন্দেসলিগায় উন্নীত হবার স্বপ্ন কিছুটা হলেও ফিকে হয়ে গেছে। যদিও দ্বিতীয় দল হিসেবে সরাসরি ও প্লে-অফের মাধ্যমে একটি দলের লড়াইয়ে এখনো ৬টি দল টিকে রয়েছে। শনিবার পর্যন্ত হামবুর্গ, ডার্মস্তাদে ওয়ার্ডার ব্রেমেন প্রত্যেকেই ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে। আগামী সপ্তাহে লিগের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে।
Rent for add