নিজস্ব প্রতিবেদক : ৬ মে ২০২২, শুক্রবার, ২১:১২:০৪
ঈদুল ফিতরের বিরতি কাটিয়ে শনিবার থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। শুরুর দিন চার ভেন্যুতে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিকেল পৌনে চারটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের খেলার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
বাফুফে সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ম্যাচটি গোপালগঞ্জে না করার অনুরোধ করেছিল। কারণ ঈদের ছুটি শেষে ফেরি ঘাট ও রাস্তায় যানবাহনের যে চাপ তাতে গোপালগঞ্জ যাওয়া-আসা কঠিন। তাই বাফুফে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে, সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ।
বসুন্ধরা কিংস এরেনায় স্বাগতিক শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে খেলবে সাইফ স্পোর্টিং ক্লাব।
Rent for add