মাঠের বাইরে থেকে বার্সেলোনার ড্র দেখলেন মেসি

লা লিগায় বার্সেলোনার এ বছর খুব একটা ভাল কাটেনি। বছরের শেষ ম্যাচে মেসিবিহীন মঙ্গলবার রাতে বার্সা ১-১ গোলে এইবারের সাথে ড্র করেছে। এ ড্রয়ের ফলে লিগে এখন বার্সেলোনার অবস্থান ৬ নম্বরে।

লিওনেল মেসি গোড়ালিতে চোটের জন্য এ ম্যাচে খেলেননি। তাকে মাঠের বাইরে থেকে বার্সেলোনার ড্র দেখতে হয়েছে।

মেসির বদলে মঙ্গলবার আক্রমণের দায়িত্ব ছিল মার্টিন ব্রেইথওয়েটের ওপর। ৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হন ব্রেইথওয়েট।

প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে কিকে গার্সিয়ার গোলে এগিয়ে যায় এইবার। তবে ১০ মিনিটের মধ্যে বার্সেলোনার হয়ে সেই গোল শোধ করেন দ্বিতীয়ার্ধে খেলতে নামা ডেম্বেলে। মেসি না থাকলেও প্রথম দলে ছিলেন গ্রিজম্যান। যদিও গোল করতে পারেননি তিনি।

বার্সেলোনা ১৫ ম্যাচে সংগ্রহ করেছে ২৫ পয়েন্ট। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ৭ পয়েন্ট কম। রিয়াল মাদ্রিদ ১৫ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent