মেসিকে পাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে তো পিএসজি

ফ্রান্সে পিএসজির সাফল্য ভুরিভুরি। কিন্তু ইউরোপের শ্রেষ্ঠত্ব এখনও অধরা সোনার হরিণ। হুয়ান রিকুয়েলমের বিশ্বাস, এবার লিওনেল মেসি আছে বলে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের হাহাকার শেষ হওয়ার সম্ভবনা বেশি।

কিলিয়ান এমবাপে, নেইমার আগে থেকে ছিলেন। কদিন আগে দুই বছরের চুক্তিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে দলে ভেড়ায় পিএসজি। সময়ের সেরা তারকাদের অনেকেই আক্রমণভাগে থাকায় মাওরিসিও পচেত্তিনোর দলটি সমীহ পাওয়ার মতোই।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে একই মত জানালেন রিকুয়েলমেও। তবে বোকা জুনিয়র্স, বার্সেলোনা, ভিয়ারিয়ালে আলো ছড়ানো আর্জেন্টিনার এই সাবেক তারকা লিগ ওয়ানের দলটিকে মনে করিয়ে দিচ্ছেন মুদ্রার উল্টোপিঠও ‘মেসিকে পেয়েও পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তাহলে তারা কখনোই পারবে না।’

২০১৯-২০ মৌসুমেই ইউরোপ সেরার এই ট্রফি জয়ের খুব কাছাকাছি এসেছিল পিএসজি। কিন্তু লিসবনের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে হয়েছিল রানার্সআপ। আর গতবার সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে যায় তারা।

 

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent