নিজস্ব প্রতিবেদক : ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১২:৪০:৫৬
দিন দিন বাড়ছে দেশে নারী ফুটবলের জনপ্রিয়তা। সেই সঙ্গে বাড়ছে নারী ফুটবল দল নিয়ে প্রত্যাশা। সেপ্টেম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল উজবেকিস্তান যাচ্ছে এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিতে। যেখানে প্রতিপক্ষ ইরান ও জর্ডান। তার আগে নেপালে খেলবে দুটি প্রীতি ম্যাচ।
এই সফরে বাংলাদেশের লক্ষ্য, প্রস্তুতি ও দেশে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির গল্প শোনাতে ‘ফুটবল বাংলাদেশ’ এর ফেজবুক পেজে লাইভ আলোচনায় আসছেন নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন ও দলের কূশলী খেলোয়াড় সানজিদা আক্তার।
‘ফুটবল বাংলাদেশ’ এর নির্বাহী সম্পাদক মোরসালিন আহমেদের সঞ্চালনায় লাইভ টক-শো শুরু হবে রাত সাড়ে ৮ টায়।
ফেসবুক পেজে লাইক-কমেন্টসের মাধ্যমে লাইভ অনুষ্ঠানে যে কেউ ফুটবল সংক্রান্ত প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করতে পারবেন অতিথিবৃন্দকে।
Rent for add