নিজস্ব ডেস্ক : ২৫ জুলাই ২০২১, রবিবার, ১৮:৫৮:৩৯
আগের ম্যাচেই জার্মানিকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। চার গোল করেছে, আক্রমণে আক্রমণেও ব্যতিব্যস্ত করে রেখেছিল জার্মানদের, শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ৪-২ গোলে। অলিম্পিকে ছেলেদের ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ যখন প্রতিপক্ষ হয়ে এল আইভরি কোস্ট, আরেকবার ব্রাজিলের গোল-উৎসবই হয়তো আশা করেছিলেন ব্রাজিলের সমর্থকেরা।
কিন্তু তা আর হলো কই! ইয়োকোহামা স্টেডিয়ামে আজ ১৩ মিনিটেই ব্রাজিলের মিডফিল্ডার দগলাস লুইজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন, বাকি সময়ে ফুটবল আর ব্রাজিলিয়ান সৌরভ তেমন ছড়াল না। তবে ১০ জনের দল নিয়েও লড়েছে ব্রাজিল, শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে।
উত্তেজনাপূর্ণ ম্যাচে অবশ্য আইভরিকোস্টও লাল কার্ড দেখেছে। তবে সেটা ম্যাচের শেষভাগে। ৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পশ্চিম আফ্রিকার দেশটি। তবে ব্রাজিলকে গোল আদায় করতে দেয়নি।
Rent for add