নিজস্ব প্রতিবেদক : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ২১:১৫:১৮
মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে শিরোপার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কুমিল্লা ইউনাইটেডকে ৬-০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের কাছে রাখার মিশন প্রায় শেষ করে ফেলেছে সাবিনা-কৃষ্ণাদের দল।
১২ ম্যাচের সবকটি জেতা কিংসের পয়েন্ট ৩৬। পেছনে থাকা আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের সমান ম্যাচে পয়েন্ট ৩০। কিংস শেষ দুই ম্যাচ হারলে এবং আতাউর রহমান কলেজ জিতলে পয়েন্ট সমান হবে দুই দলের।
তবে কিংস যদি বাকি ২ ম্যাচ থেকে এক পয়েন্ট পায় তাহলেই চ্যাম্পিয়ন। আবার তারা দুই ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন হবে যদি আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব পয়েন্ট হারায়।
কুমিল্লা ইউনাইটেডের বিপক্ষে কিংসের জোড়া গোল করেছেন শামসুন্নাহার (জুনিয়র)। একটি করে গোল করেছেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, তহুরা খাতুন ও রিতু পর্ণা চাকমা।
Rent for add