নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০২১, রবিবার, ২০:১৯:৩৫
এএফসি কাপের গ্রুপপর্বের খেলায় অংশ নিতে রোববার সন্ধ্যায় মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। কিন্তু হঠাৎ করেই খেলা স্থগিত করে বাফুফেকে জরুরী ভিত্তিতে জানিয়ে দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
সব প্রস্তুতি থাকার পরও মালদ্বীপযাত্রা বাতিল করে কিংস। ১৪ থেকে ২০ মে মালেতে হওয়ার কথা ছিল খেলা। ৪ ক্লাবের ‘ডি’ গ্রুপে সরাসরি খেলার কথা ছিল বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ও কলকাতা মোহনবাগানের। চতুর্থ দলটি হওয়ার কথা ছিল ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ইগলস ক্লাবের মধ্যকার ম্যাচের জয়ী দল।
করোনার কারণে মালদ্বীপে ভ্রমণ–নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টুর্নামেন্ট স্থগিত বা বাতিলের এটাই কারণ বলে মনে করা হচ্ছে।
Rent for add