বাসস : ২১ এপ্রিল ২০২১, বুধবার, ১৯:৫৫:৩৪
ব্রাইটনের সাথে গোলশূন্য ড্র করেও প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে চেলসি। এ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যামকে গোল ব্যবধানে পিছনে ফেলে শীর্ষ চার নিশ্চিত করে ব্লুজরা।
ম্যাচটি শুরু হবার ঠিক আগে গুঞ্জন ছিল চেলসির মালিক রোমান আব্রামোভিচ বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ম্যাচটি শেষ হবার পরে এ সম্পর্কে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত জানা যায়নি। তবে পরবর্তীতে চেলসিসহ প্রিমিয়ার লিগের আরো পাঁচটি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল ও টটেনহ্যাম আনুষ্ঠানিকভাবে সুপার লিগ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেয়।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে একেবারেই সাদামাটা পারফরমেন্স দেখিয়েছে থমাস টাচেলের দল। ম্যাচ শেষে টাচেল বলেছেন, ‘ম্যাচের শুরুতে আমাদের সবার মাথায় ম্যাচের থেকে সুপার লিগ নিয়ে বেশি চিন্তা ছিল। আমি মনে এ বিষয়টি ম্যাচের ফলাফলকে অবশ্যই প্রভাবিত করেছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও এতে ক্ষতিগ্রস্থ হয়েছি। যে কারণে খেলোয়াড়দের ক্ষেত্রেও তাই হয়েছে বলে আমি বিশ্বাস করি।
প্রাণহীন ম্যাচে ম্যাচের ৮০ মিনিটে ব্রাইটন এগিয়ে যাবার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু ডানি ওয়েলবেকের কার্লিং শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। স্টপেজ টাইমে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট মাঠ ত্যাগ করলে শেষ পর্যন্ত ১০ জন নিয়ে খেলতে হয়েছে ব্রাইটনকে। কিন্তু তারপর চেলসির হাতে আর ম্যাচ জয়ের কোন সুযোগ ছিল না। এ ড্রয়ে রেলিগেশন জোন থেকে সাত পয়েন্ট উপরে উঠে ১৬তম স্থানে অবস্থান করছে ব্রাইটন।
Rent for add