বাসস : ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ১৯:৪৬:৩৭
বায়ার্ন মিউনিখ ছেড়ে জার্মান জাতীয় দলের দায়িত্ব নেবার ইঙ্গিত দিয়েছেন কোচ হান্সি ফ্লিক। গত এক বছরে ফ্লিক বায়ার্নকে ৬টি শিরোপা এনে দিয়েছেন। তারপরেও ফ্লিক স্কাই স্পোর্টসকে জানিয়েছেন তিনি চুক্তি থেকে মুক্তি চান। আগামী ২০২৩ সালে যা শেষ হবার কথা রয়েছে। শনিবার উল্ফসবার্গের বিপক্ষে ৩-২ গোলের জয়ের পর ফ্লিক এ ইঙ্গিত দেন। এ জয়ে বুন্দেসলিগায় সাত পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৫৬ বছর বয়সী এ কোচের অধীনে বেভারিয়ান্সরা গত বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাসহ ট্রেবল জয় করেছিল। ফ্লিক বলেন, ‘আমি ইতোমধ্যেই পুরো দলকে জানিয়ে দিয়েছি মৌসুমের শেষে আমি চুক্তি সম্পন্ন হবার আগেই দল ছাড়তে চাই। এটা আমার জন্য মোটেই সহজ কোন সিদ্ধান্ত ছিল না। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরো দল আমার কাছ থেকেই এ তথ্য পেয়েছে। এ ধরনের একটি ক্লাবের কোচের দায়িত্ব পালনের সুযোগ দেবার জন্য আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই।’
তবে তিনি তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। আসন্ন ইউরো ২০২০ এর পর জার্মানির কোচের দায়িত্ব ছেড়ে দেবার ঘোষণা দিয়েছেন বর্তমান কোচ জোয়াচিম লো। লো’র এই ঘোষণার পর থেকে তার স্থানে ফ্লিককেই ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয়ের দলটিতে জার্মানির দায়িত্বে লো’র সহকারী হিসেবে ফ্লিক কাজ করেছেন। ফ্লিক বলেছেন, জার্মান জাতীয় দলের দায়িত্ব নেবার সুযোগ সবাই বিবেচনা করবে। যদিও তিনি জানিয়েছেন বায়ার্ন ছাড়ার বিষয়টি সম্পূর্ণ ভাবেই জার্মান এফএ’র উপর নির্ভর করছে।
মঙ্গলবার পিএসজির কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। আর এর মাধ্যমেই বায়ার্নের স্পোর্টিং ডাইরেক্টর হাসান সালিহামিডিচ ও ফ্লিকের মধ্যে একটি শীতল সম্পর্কের অবতারণা হয়েছে। ফ্লিক বলেছেন, ‘আমি ক্লাবের দায়িত্বপূর্ণ সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এখন বিষয়টি ক্লাবের অভ্যন্তরীন বিষয়।’
কিছুদিন আগে ৩২ বছর বয়সী অভিজ্ঞ সেন্টার-ব্যাক জেরম বোয়াটেংকে নিয়ে ফ্লিক ও সাদিহামিডিচের মধ্যে বিরোধ শুরু হয়। সালিহামিচিড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামী মৌসুমে তিনি আর বোয়াটেংকে রাখতে চাননা। অন্যদিকে ফ্লিকের ইচ্ছা তিনি বোয়াটেংকে দলে ধরে রাখবেন।
লো’র উত্তরসূরী হিসেবে ইতোমধ্যেই লিভারপুল বস জার্গেন ক্লপ ও আরবি লিপিজিগ বস জুলিয়ান নেগলেনম্যানকে বিবেচনা করা হলেও উভয়ই এ সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। যে কারণে ফ্লিকের সম্ভাবনা আরো উজ্জল হয়েছে।
Rent for add