নিজস্ব প্রতিবেদক : ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১৮:৫৮:২০
মঙ্গলবার সন্ধ্যায়ও জানা যায়নি আবাহনীর এএফসি কাপের ম্যাচটি কবে কোথায় হবে। ম্যাচের তারিখ ১৪ থেকে ২১ এপ্রিল চলে গেছে। তাই কবে ম্যাচ হবে সেই অনিশ্চয়তা কেন?
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানালেন, ‘সবকিছু ঠিকই হয়ে গিয়েছিল। ম্যাচে পেছালো, নেপালকেও রাজি করানো হলো। কিন্তু নতুন করে ফ্লাইট বন্ধ ঘোষণা হওয়ায় নেপালে খেলতে যাওয়া সম্ভব নয়। আমাদের লকডাউন, ফ্লাইট বন্ধের ঘোষণা- সবকিছুই পাঠিয়ে দিয়েছি এএফসির কাছে। এখনো কোনো জবাব পাইনি।’
মে মাসে মালদ্বীপে গ্রুপপর্বের ম্যাচ। প্লে-অফ ম্যাচগুলো ওই সময়ে নিয়ে গেলে ভালো হয় মনে করছেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘যদি প্রিলিমিনারি রাউন্ড-২ এর ম্যাচ মালদ্বীপে নিয়ে যাওয়া হয় গ্রুপপর্ব শুরুর তিন চারদিন আগে তাহলে খারাপ হয় না। তবে আগে দেখি এএফসি কী ভাবছে। এএফসির সঙ্গে আবার আলোচনা করবো। এ প্রস্তাবও দেবো। বেশি সময় নেয়া যাবে না, দুই একদিনের মধ্যে এটার ফায়সালা করতে হবে।’
Rent for add