বাসস : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১৫:৫৮:১৪
ওসমানে ডেম্বেলের শেষ মুহূর্তের গোলে রিয়াল ভায়াদোলিদকে ১-০ ব্যবধানে পরাজিত করে লা লিগার শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের আরো কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ম্যাচের ৯০ মিনিটে জয়সূচক গোলটি করেন ফরাসী তারকা ডেম্বেলে। একই সাথে এই জয়ে আগামী সপ্তাহে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর আগে আত্মবিশ্বাস মজবুত করল কাতালান জায়ান্টরা।
শনিবার সেভিয়ার কাছে অ্যাথলেটিকো পরাজিত হওয়ায় সেই সুবিধাকে কাজে লাগিয়ে তৃতীয় স্থানে থাকা বার্সার সামনে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধান কমিয়ে উপরে উঠে যাওয়ায়। ম্যাচ শেষের ১২ মিনিট আগে ওস্কার প্লানো লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ১০ জনের দলে পরিণত হয় ভায়াদোলিদ। আর সেই সুযোগকে পরিপূর্ণ ভাবে কাজে লাগিয়ে ডেম্বেলে গোল আদায় করে নেন।
এই জয়ে বার্সা লা লিগার শিরোপা লড়াই জমিয়ে তুলেছে। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাথলেটিকোর থেকে এক পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা। দুই পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল।
শনিবার এল ক্ল্যাসিকোর ম্যাচটি এখন তাই যথেষ্ঠ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অথচ মাত্র দুই মাস আগেও রিয়াল ও বার্সার থেকে এক ম্যাচ হাতে রেখে ১০ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে শীর্ষস্থানে অবস্থান করছিল দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ।
Rent for add