বাসস : ১৭ মার্চ ২০২১, বুধবার, ২৩:০২:৫৬
দ্বিতীয় লেগে সহজ জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি। গত রাতে দ্বিতীয় লেগে ম্যান সিটি ২-০ গোলে হারায় বরুশিয়া মনচেনগ্লাডবাখকে। প্রথম লেগেও ২-০ গোলে জিতেছিল ম্যান সিটি। তাই দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জিতে শেষ আটের নাম লেখায় ম্যান সিটি।
ম্যাচে রিয়াদ মাহরেজের পাসে ডি-বক্সের বাইরে থেকে পাওয়া বলে বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনের বাঁ-পায়ের জোরালো শট বল ক্রসবারের নিচে লেগে জালে জড়ায়। ১-০ গোলে ম্যাচে লিড নেয় ম্যান সিটি।
৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ফেলে ম্যান সিটি। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ফোডেন পাস দেন ইকি গিনদোয়ানকে। ডি-বক্সের সামনে থেকে প্রতিপেক্ষর বিপদ সীমানায় প্রবেশ করে ডান পায়ের শটে গোল করেন গিনদোয়ান। ২-০ গোলে এগিয়ে ম্যান সিটির শেষ আট সময়ের দাবী হয়ে দাঁড়ায়।
অপরদিকে বল দখলেই রাখতে পারেনি মনশেনগ্লাডবাখ। তাই ম্যাচেও ফিরতে পারেনি। ফলে এই লেগ ২-০ গোলে এগিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে ফেলে ম্যান সিটি। টানা চতুর্থবারের মত ইউরোপ সেরা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যান সিটি।
Rent for add