বাসস : ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ১৮:৩৬:০৮
এফসি ডালাস থেকে ১৭ বছর বয়সী মার্কিন ডিফেন্ডার জাস্টিন চে’কে ধারে নিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাব সূত্রে জানা গেছে এ তথ্য।
দ্বিপাক্ষিক চুক্তির আওতায় চলতি মাসে চে’সহ আরো পাঁচ ডালাস খেলোয়াড় বায়ার্নে পরীক্ষামূলকভাবে অনুশীলনে যোগ দিয়েছেন। সেখানে থেকে চে’কে মনোনীত করে ২০২১ মৌসুমের শেষ পর্যন্ত ধারে চুক্তি করেছে বায়ার্ন।
বায়ার্ন জানিয়েছে চে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলবেন। তবে মূল দলের রিজার্ভ স্কোয়াডের সাথে তার অনুশীলনের সুযোগ মিলবে। বায়ার্নের অনূর্ধ্ব-১৯ দলটি জার্মানীর তৃতীয় বিভাগে খেলে থাকে।
বেভারিয়ান্সদের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চে জার্মানেরও নাগরিক। যে কারণে আন্তর্জাতিক ট্রান্সফারের নূন্যতম বয়স ১৮ বছরের আগেও তার সাথে স্থায়ী চুক্তি করতে পারবে বায়ার্ন।
২০১৯ সালে একই ধরনের ধারের চুক্তিতে ডালাস থেকে ডিফেন্ডার ক্রিস রিচার্ডসকে দলে ভিড়িয়েছিল বায়ার্ন। এরপর থেকে বায়ার্নের হয়ে রিচার্ডস আটটি ম্যাচ খেলেছেন। নভেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে রিচার্ডসের অভিষেক হয়েছে।
Rent for add