নিজস্ব প্রতিবেদক : ১ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ২৩:১৫:০৯
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে একের পর এক জিতেই চলেছে। টানা পাঁচ জয় নিয়ে দলটি এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।
আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। প্রথমার্ধ বিজয়ী দল ২-১ গোলে ড্র ছিল।
১০ মিনিটে জোনাথন ফার্নান্দেজ থেকে বল পেয়ে রাউল অস্কার বেসেরা বসুন্ধরাকে (১-০) এগিয়ে দেন। কিন্তু ২২ মিনিটে নাইজেরিয়ান নুরাত গোল করে মোহামেডানকে সমতায় ফিরিয়েছিলেন। তবে ৪৫ মিনিটে রবসনের গোলে লিড পায় বসুন্ধরা (২-১)।
কিন্তু বিরতির পর ৪৯ মিনিটে ফার্নান্দেজ ও ৮১ মিনিটে রাউল অস্কার বেসেরা পেনাল্টি থেকে বসুন্ধরার বড় জয় নিশ্চিত হয়।
উল্লেখ্য বসুন্ধরা কিংস ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। কিন্তু সমান ম্যাচে মোহামেডান পয়েন্ট ৫ পেয়ে অষ্টম স্থানে অবস্থান করছে।
Rent for add