আজও সাইডবেঞ্চে রোনালদো, একাদশে সেই রামোস

পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাইডবেঞ্চে বসিয়ে রেখে ২২ বছর বয়সী গনকালো রামোসকে মাঠে নামিয়েছিলেন। রামোস একাদশে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করে বসেন। যা ছিল এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।

এমন এক হ্যাটট্রিক করা ফুটবলারকে তো আর প্রথম একাদশের বাইরে রাখতে পারেন না কোচ সান্তোস। যে কারণে আজও কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে পর্তুগালের শুরুর একাদশে নেই রোনালদো। তাকে সাইডবেঞ্চেই বসে থাকতে হবে।

পর্তুগাল একাদশ : দিয়েগো কস্তা, রুবেন দিয়াজ, পেপে, রাফায়েল গুয়েরেরো, দিয়েগো দালত, রুবেন নেভেস, ওতাভিও, বার্নার্ডো সিলভা, গনকালো রামোস, হোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেস।

মরক্কো একাদশ : ইয়াসি বোনো, রোমেইন সাইস, জাওয়াদ এল ইয়ামিক, ইয়াহইয়া আত্তিয়াত-আল্লাহ, আশরাফ হাকিমি, সোফিয়ানে আম্রাবাত, সেলিম আমাল্লাহ, আজ্জেদিন ওউনাহি, ইউসুফ এন-নাসিরি, সোফিয়ানে বৌফাল, হাকিম জিয়েচ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent