বাসস : ১১ জানুয়ারি ২০২১, সোমবার, ১৮:১৬:০৮
লিগ টু’র ক্লাব ক্রলির কাছে ৩-০ গোলের হতাশাজনক পরাজয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডসের। তবে টিমো ওয়ার্নারের গোলখরা কাটিয়ে ওঠার দিনে চেলসি ও বার্নান্ডো সিলভা ঝলকে ম্যানচেস্টার সিটির মতো এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে।
করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ সূচিতে শুক্র ও শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ঠাসা ছিল। তারই ধারাবাহিকতায় রোববারও বেশ কয়েকটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে। যদিও আন্ডারডগ ক্রলির কাছে লিডসের বিদায়ে এফএ কাপ থেকে আরো একটি বড় ক্লাবের পতন ঘটল।
ওয়েস্ট সাসেক্সের দ্য পিপল’স পেনশন স্টেডিয়ামে ক্রলির জয়টা ছিল একেবারেই অপ্রত্যাশিত। এ ধরনের জয়ে অবশ্য এফএ কাপের আর্কষণ অনেকাংশেই বেড়ে যায়। একই সাথে দিন শেষে ফুটবলের জয় হয়।
লিডস বস মার্সেলো বিয়েসলা সাতটি পরিবর্তন করে মূল একাদশ সাজানোর খেসারত দিয়েছেন। আন্ডারডগ ক্রলির কাছে কালকের দিনটা ছিল একেবারেই রূপকথার গল্পের মত। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১ মিনিটে ক্যারিয়ারের প্রথম গোল করেন ইংলিশ ডিফেন্ডার নিক সারুলা। দুই মিনিট পর অ্যাশলে নাদেসানসের লো শট আটকানোর সাধ্য ছিল না লিডস গোলরক্ষক কিকো ক্যাসিয়াসের। ৭০ মিনিটে পোস্টের খুব কাছে থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন জর্ডান টানিক্লিফ।
এবারই প্রথমবারের মতো এফএ কাপ থেকে এভাবে লজ্জাজনক বিদায় ঘটেনি লিডসের। ১৯৭১ সালে কোলচেস্টারের কাছে পরাজিত হয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল লিডস। যা এতোদিন পর্যন্ত এ টুর্নামেন্টে ক্লাবের সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে আছে। ২০০৮ সালে অবশ্য লিডস হিউস্টনের কাছে অস্বস্তিকর পরাজয়ের অভিজ্ঞতা পেয়েছিল। ২০১৭ সালে লুটনের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়।
এদিকে আটবারের এফএ কাপ বিজয়ী ও গতবারের রানার্সআপ চেলসি লিডসকে দেখিয়ে দিয়েছে আন্ডারডগের হুমকি থেকে কিভাবে রক্ষা পাওয়া সম্ভব। স্ট্যামফোর্ড ব্রীজে চেলসি লিগ টু দল মোরকাম্বেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। ১৮ মিনিটে মিডফিল্ডার ম্যাসন মাউন্ড ২৫ গজ দূর থেকে ব্লুজদের এগিয়ে দিয়ে নিজের ২২তম জন্মদিনকে স্মরণীয় করে রেখেছেন। ৪৪ মিনিটে কেই হাভার্টজের এসিস্টে ওয়ার্নার শেষ পর্যন্ত চেলসির স্কোরশিটে নাম লেখাতে সমর্থ হয়েছে। ৪৯ মিনিটে কালুম হাডসন-ওডুই গোল করার পর ৮৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন হাভার্টজ।
অপরদিকে ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় টায়ারের দল বার্মিংহামকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করা দলটি থেকে চারটি পরিবর্তন করে মূল একাদশ সাজিয়েছিলেন পেপ গার্দিওলা। বার্নান্ডো সিলভা তাদের মধ্যে একজন। মূল দলে ফেরা এই পর্তুগীজ তারকার আট মিনিটে গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ১৫ মিনিটে পোস্টের খুব কাছে থেকে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। ৩৩ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ফিল ফোডেন।
Rent for add