নিজস্ব প্রতিবেদক : ২০ নভেম্বর ২০২৪, বুধবার, ২১:১৭:০৪
টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী পাহাড়ের তিন স্বর্ণকন্যা ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়ছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
আগামী ২৩ নভেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিওন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে যৌথভাবে রাঙ্গামাটি চিং হ্ল মং মারী স্টেডিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
মোশারফ হোসেন খান আরো জানান, পাহাড়ের গর্বিত এসব খেলোয়াড়দের সংবর্ধনা দিতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শনিবারর সকালে ঋতুপর্ণাদের নিয়ে ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাক রাঙ্গামাটি শহর প্রদক্ষিণ করবে।
গাড়ির বহরে সঙ্গে শতাধিক মোটরসাইকেলও থাকবে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে দোয়েল চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে তাদের সম্মাননা প্রদান করা হবে। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
সংবর্ধনায় শহরবাসীকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।
Rent for add