ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

আজ বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। মেয়েদের অবিস্মরণীয় এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল বৃহস্পতিবার দেশে ফিরছে। দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন মনিকা-ঋতুপর্ণারা।

২০২২ সালের ফাইনালে এই কাঠমান্ডুতে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল নেপালকে। এবার হারালো ২-১ গোলে। এ নিয়ে নেপাল ৬ বার টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা থেকে বঞ্চিত থাকলো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent