নিজস্ব প্রতিবেদক : ২৩ অক্টোবর ২০২৪, বুধবার, ১৪:২৩:৩২
নারী ফুটবলে পাকিস্তানের কাছে কখনো হারেনি বাংলাদেশ। আগের দুই সাক্ষাতে দুটিই জিতেছেন সাবিনারা। এবার বাংলাদেশের বিপক্ষে প্রথম জয়টা প্রায় পেয়েই গিয়েছিল পাকিস্তানের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে হারতে হারতে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
বাংলাদেশ প্রাধান্য বিস্তার করে খেলছিল শুরু থেকে। গোল পায়নি, উল্টো ৩১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে সাবিনারা। একসময় মনে হয়েছিল হার দিয়ে চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ইনজুরি সময়ে শামসুন্নাহার জুনিয়র গোল ক্ষরে হার থেকে বাঁচান দলকে। বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে। ড্র করলেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হবে।
পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে ৫-২ গোলে হেরেছে। ভারতকে বিপক্ষে বাংলাদেশের বড় হার পাকিস্তানের সম্ভাবনা তৈরি হবে।
Rent for add