রোনালদোকে অধিনায়ক করে পর্তুগালের দল ঘোষণা

আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। দলের নেতৃত্বে থাকছেন ৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো।

কাতার বিশ্বকাপে খুব একটা ছন্দে ছিলেন না রোনালদো। এমনকি দুটি ম্যাচে বেঞ্চেও রাখা হয় তাকে। অনেকেই মনে করেছিলেন রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। তবে কোচ ফার্নান্দো সান্তোস ছাঁটাই হওয়ার পর দায়িত্ব নিয়ে রবের্তো মার্টিনেজ নিয়মিতই খেলিয়ে যাচ্ছেন সিআরসেভেনকে।

বয়সটা যেন রোনালদোর কাছে একটা সংখ্যা মাত্র। সৌদি ক্লাব আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৮ ম্যাচে ৪৮ গোল করেছেন তিনি।

কোচ মার্টিনেজ মনে করেন, যেহেতু রোনালদো ফিট আছে, তাই তার পরিসংখ্যান নিয়ে কথা বলাই ভালো। অধিনায়ক হিসেবে রোনালদোকে সমর্থন করছেন তিনি।

এবার নিয়ে ষষ্ঠবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন রোনালদো। গত আসরেই অবশ্য সবচেয়ে বেশি ইউরো খেলার রেকর্ড গড়েছেন তিনি।

রোনালদোর মতো আরেক অভিজ্ঞ ফুটবলার পেপেও ঠাঁই পেয়েছেন পর্তুগালের ইউরোর দলে। মাঠে নামলেই ইউরোতে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলারে পরিণত হবেন এই ৪১ বছর বয়সী ডিফেন্ডার। ২০১৬ ইউরোতে এই রেকর্ডটি গড়েছিলেন হাঙ্গেরির গাবর কিরালি (৪০ বছর ৮৬ দিন)।

আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে ১৯ জুন চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ জর্জিয়া ও তুরস্ক।

ইউরোতে পর্তুগালের স্কোয়াড
গোলরক্ষক: রুই প্যাত্রিসিও, দিয়েগো কস্তা, হোসে।

ডিফেন্ডার: পেপে, রুবেন দিয়াস, জোয়াও কান্সেলো, দিয়েগো দালত, দানিলো পেরেরা, নেলসন সেমেডো, আন্টোনিও সিলভা, নুনো মেন্ডেস, গনসালো ইনাসিও।

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, রুবেন নেভেস, জোয়াও পালিনহা, ভিতিনিয়া, ওতাভিও।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, গনসালো রামোস, দিয়েগো জোতা, ফ্রান্সিসকো কন্সিয়াকাও, পেদ্রো নেতো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent